Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 03 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্রের সোনালি যুগের অন্যতম নায়িকা আরিফা পারভিন মৌসুমীর জন্মদিন ছিল বুধবার। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসা এ তারকা পা দিলেন পঞ্চাশে। দিনটি ঘিরে ঘরোয়া ও আনুষ্ঠানিকভাবে উদযাপন চলছে। এরই মধ্যে উপহার দিয়ে মৌসুমীকে চমকে দিয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। রাত ১২টায় বাসায় কাটা হয়েছে কেক।

এ ছাড়া উত্তরায় মৌসুমী ফ্যান ক্লাবের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ওমর সানী বলেন, ‘মৌসুমীর জন্য বিশেষ চমক থাকছে, তবে বিষয়টা পরিবারের মধ্যেই থাকবে। ভক্তরা তার জন্য সারপ্রাইজ অনুষ্ঠানের আয়োজন করেছে।’

১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্ম মৌসুমীর। ১৯৯৩ সালে চলচ্চিত্রে আসেন ঢালিউডের ‘প্রিয়দর্শিনী’। এরপর আর পেছনে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একে একে শতাধিক সিনেমা। ‘মেঘলা আকাশ’, ‘দেবদাস’, ও ‘তারকাঁটা’ ছবির জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মৌসুমী অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মির্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙন’ ও আশুতোষ সুজনের ‘দেশান্তর’। সংসার ও ছবির কাজ—দুটোই সামলে চলেছেন মৌসুমী। সম্প্রতি স্বামীসহ ঘুরে এসেছেন দুবাই।


বিনিয়োগবার্তা/এসএল//