বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সৌদি আরবের ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমান আল সৌদের (৩১) নাম ঘোষণা করা হয়েছে। এর ফলে পদচ্যুত হলেন মোহাম্মদ বিন নায়েফ আবদুল আজিজ (৫৭)।
বুধবার (২১ জুন) মধ্যপ্রাচ্যের দেশটির রাজকীয় ফরমানের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এই ঘোষণা দেন।
এর আগে মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স ছিলেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন। তিনি দেশটির অর্থনৈতিক কাউন্সিলেরও প্রধান।
(এমআইআর/ ২১ জুন ২০১৭)