নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন অধ্যাপক ড. মাহমুদা আক্তার, নির্বাহী প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট, এবং অধ্যাপক ড. জিয়াউল হক মামুন, উপ-উপাচার্য, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিনিয়োগ শিক্ষার ওপর বুনিয়াদী কর্মশালায় খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন এবং বিআইসিএম কর্তৃক আয়োজিত বিভিন্ন সার্টিফিকেট কোর্সে নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।
এছাড়াও ব্যবসায় প্রশাসন বিভাগের জন্য বিনিয়োগবান্ধব পাঠ্যক্রম তৈরিতে সাহায্য এবং এ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে সহযোগিতা করবে বিআইসিএম।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটির এস. এম.নওশের আলী লেকচার গ্যালারিতে একটি বিনিয়োগ শিক্ষা কর্মশালার আয়োজন করা হয়।
বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//