নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে ইস্যু ম্যানেজমেন্ট ও এ্যাডভাইজরির কাজে নিয়োজিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক ‘AAA’ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রতিষ্ঠানটির সদ্য সাবেক কোম্পানি সচিব অলিউর রহমান। একই সাথে পরিচালক পদে মনোনীত হয়েছেন প্রতিষ্ঠানটির সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস।
সম্প্রতি এএএ ফাইন্যান্সের চেয়ারম্যান খাজা আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাদেরকে এ পদোন্নতি দেওয়া হয়।
AAA ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (AAA) বাংলাদেশের একটি স্বনামধন্য মার্চেন্ট ব্যাংক। ১৯৯১ সাল থেকে সংস্থাটি আর্থিক মধ্যস্থতাকারী হিসাবে দেশের পুঁজিবাজারে কার্যক্রম শুরু করে এখনো সুনামের সাথে কাজ করে আসছে। বিগত তিন দশকে AAA দেশের একটি প্রগতিশীল এবং গতিশীল মার্চেন্ট ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।
এক প্রতিক্রিয়ায় নতুন ব্যবস্থাপনা পরিচালক বিনিয়োগবার্তাকে বলেন, “আমার কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং আমার উপর বিশ্বাস ও আস্থা স্থাপন করার জন্য পরিচালনা পর্ষদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নতুন দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সেজন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।
অন্যদিকে প্রতিষ্ঠানটির নতুন পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ওবায়দুর রহমান দেশের আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ। দেশের পুঁজিবাজারের উন্নয়নে দীর্ঘদিন যাবৎ নিরলসভাবে কাজ করে আসছেন তিনি। তিনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্বরত। পুঁজিবাজারে ভাল মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি তালিকাভূক্তিতে ওবায়দুর রহমানের অনবদ্য ভূমিকা সর্বজন স্বীকৃত।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//