Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 06 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বৈদেশিক বাণিজ্যের পারফরম্যান্স মূল্যায়ন কনফারেন্স অনুষ্ঠিত।

শনিবার (৫ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে ‘বৈদেশিক বাণিজ্যের পারফরম্যান্স মূল্যায়ন কনফারেন্স’ আয়োজন করা হয়। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দিন, মোহাম্মদ হাবিবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ এবং মোঃ রফিকুল ইসলাম। 

কনফারেন্সে ব্যাংকের এডি ও ফরোয়ার্ডিং শাখাসমূহের বৈদেশিক বাণিজ্য বিভাগের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

বিনিয়োগবার্তা/এমআর//