বিনোদন ডেস্ক: ভারতের মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে রববার (০৬ নভেম্বর) সময় সকাল সাড়ে ৭টায় স্ত্রী আলিয়াকে নিয়ে ঢুকতে দেখা গেছে রণবীর কাপুরকে। ভক্তদের অনুমান, অভিনেত্রী সন্তানের জন্ম দিতে পারেন আজই।
আগেই জানানো হয়েছিল ২৮ নভেম্বরের আগে যে কোনো সময় সন্তান জন্ম দিতে পারেন আলিয়া ভাট। মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম হবে তারকা দম্পতির।
জানা গেছে, প্রাকৃতিক উপায়ে সন্তানের জন্ম দিতে চান নায়িকা। সেজন্য গর্ভাবস্থায় নিয়মিত যোগব্যায়ামও করেছেন। সিজারিয়ান ডেলিভারির ঝঞ্ঝাটে যেতে চাইছেন না তিনি।
আলিয়া যেন সুস্থ ভাবে, নির্বিঘ্নে সন্তানের জন্ম দিতে পারেন তার জন্য সব ব্যবস্থা করে ফেলেছেন কাপুররা। এইচ এন রিলায়েন্স হাসপাতালে রণবীরের গাড়ি ঢুকতে দেখা গেলেও হাসপাতালের গেটেই থামিয়ে দেয়া হয়েছে পাপারাজ্জিদের।
চলতি বছরের এপ্রিলে বিয়ে হয় রণবীর-আলিয়ার। জুন মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি ভক্তদের জানান আলিয়া।
বিনিয়োগবার্তা/এসএল//