Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 07 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংকের ট্রেনিং একাডেমীতে “লিডারশীপ ডেভেলপমেন্ট ফর মিড-লেভেল ম্যানেজমেন্ট টীম” এর উপর দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

৫ ও ৬ নভেম্বর দুইদিন ব্যাপী ব্যাংকের কর্মকর্তাদের জন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয় থেকে সর্বমোট ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী এবং বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

লিডারশীপ এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন উক্ত প্রশিক্ষণ কর্মশালার প্রধান আলোচক আব্দুল আলীম মুন্সী, এফসিএমএ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর প্রিন্সিপাল মোঃ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//