নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রাথমিক শেয়ার আবেদনকারীদের মধ্যে বরাদ্দের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম সাইফুর রহমান মজুমদার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিজিএম হাসনাইন বারি, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, কোম্পানি সেক্রেটারি মো. মনজুর হোসেন, ইস্যু ম্যানেজার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের সিইও খন্দকার রায়হান আলী, লঙ্কা বাংলা ইনভেস্টমেন্টের সিইও ইফতেখার আলমসহ প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//