Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 12 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভূক্ত বেসরকারি বিমান পরিবহন কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ  (বিডি) লিমিটেডের সারচার্জ মওকুফে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মূল পাওনার ওপর আরোপিত সারচার্জ মওকুফের নির্দেশ দিয়েছেন তিনি।

বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবকে বেসরকারি বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দ্রুত সারচার্জ মওকুফ করতে নির্দেশনা দেন শেখ হাসিনা।

এর ফলে আবারও আকাশে ডানা মেলায় ইউনাইটেড এয়ারের সম্ভাবনা আরও উজ্জল হলো।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম একাধিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনাইটেড এয়ারের ৯৭ শতাংশ মালিক জনগণ। জনগণের স্বার্থে প্রধানমন্ত্রীর কাছে ইউনাইটেড এয়ারের সারচার্জ মওকুফের জন্য বলেছি। প্রতিষ্ঠানটিতে সারচার্জ অনেক হওয়ার কারণে কোম্পানিতে বায়ার আসছে না। তাই আসল বকেয়া দিয়ে সারচার্জ মওকুফের জন্য বলেছি, প্রধানমন্ত্রী উনার সচিবকে বলে দিয়েছেন বিমান মন্ত্রণালয়কে ইউনাইটেড এয়ারের সারচার্জ মওকুফ করতে এবং বিষয়ে সহযোগিতা করতে।

বিষয়ে ইউনাইটেড এয়ারওয়েজের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ-উল আলম বলেন, প্রতিষ্ঠানটির সাড়ে ৯৭ শতাংশের মালিক জনগণ। সাধারণ জনগণের কথা চিন্তা করে এবং প্রতিষ্ঠানটিকে পুনরায় চালুর লক্ষ্যে বিএসইসিতে একটি পরিকল্পনা জমা দেওয়া হয়েছে। বেবিচক সারচার্জ মওকুফ করলেই পূণরায় ব্যবসা শুরু করতে পারব। কারণ, ব্যাংকগুলো সুদ মওকুফ করবে বলে আশ্বাস দিয়েছে।

তিনি জানান, সারচার্জ মওকুফ করলে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে এই কোম্পানিতে বিনিয়োগে আকৃষ্ট করা যাবে।

প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজারে আসা কোম্পানিটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বর্তমানে ওভার দ্যা কাউন্টার মার্কেটে (ওটিসি) রয়েছে। বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজের বকেয়া মোট পাওনা ৩৫৫ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৭৫১ টাকা ৯৯ পয়সা। এর মধ্যে বেবিচকের আসল বা মূল পাওনা ৫৬ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৮৮৩ টাকা ১৩ পয়সা। বাকি টাকার মধ্যে রয়েছে ভ্যাট কোটি ৬৫ লাখ ৭২ হাজার ৮৪৫ টাকা, আয়কর লাখ ১২ হাজার ২০ টাকা ৬৯ পয়সা এবং সারচার্জ (বাৎসরিক ৭২ শতাংশ হারে) ২৯২ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা ১৭ পয়সা।

২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮০ লাখ ৯৮ হাজার ৪৮০টি। এর মধ্যে ৯৭ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে জনগণের হাতে আর মাত্র দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকের হাতে। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার মূল্য বর্তমানে টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮২৮ কোটি লাখ হাজার টাকা। আর অনুমোদিত মূলধন ১১০০ কোটি টাকা।

বিনিয়োগবার্তা/এসএএম//