Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 15 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: এবার এসএমই কোম্পানির বোনাস শেয়ারে লাগাম টানতে কড়া শর্ত আরোপ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে মূল বাজারের কোম্পানির বোনাস শেয়ারের ক্ষেত্রে নানা শর্ত আরোপ করা হয়।

সোমবার (১৪ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনাটি জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানিগুলো বিএমআরই (ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহেবিলিটেশন ও এক্সপানশন), সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন ও পুনঃবিনিয়োগের জন্য বোনাস শেয়ার ইস্যু করতে পারবে। তবে এ বোনাস শেয়ার ইস্যুর ক্ষেত্রে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করতে হবে।

এক্ষেত্রে বোনাস শেয়ার ইস্যুর কারণ ও উদ্দেশ্য বা ব্যবহার উল্লেখ করতে হবে। যা পুঞ্জীভূত মুনাফা থেকে ইস্যু করা যাবে। তবে ক্যাপিটাল রিজার্ভ বা রিভ্যালুশেয়ন রিজার্ভ বা কোনো ধরনের আনরিয়েলাইজড গেইন বা কোম্পানি গঠনের আগে কোনো আয় করে থাকলে বা পরিশোধিত মূলধন কমিয়ে বা বোনাস পরবর্তী ঋণাত্মক রিটেইন আর্নিংস থেকে বোনাস শেয়ার দেওয়া যাবে না।

এদিকে কমিশনের সম্মতি ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্তির তিন বছরের মধ্যে বা উত্তোলিত অর্থ (আইপিও, রাইট, আরপিও) ব্যবহারের আগে কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না বলে নির্দেশনায় জানানো হয়েছে।

এছাড়া তালিকাভুক্তির তারিখ থেকে ধারাবাহিকভাবে দুই বছর কমপক্ষে ১০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করতে ব্যর্থ কোম্পানিও কমিশনের সম্মতি ছাড়া বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এমনকি বিএমআরই ছাড়া এক বছর উৎপাদন বন্ধ থাকা কোনো কোম্পানি কমিশনের সম্মতি ছাড়া বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

এছাড়া ‘জেড ক্যাটাগরি, এসএমই প্লাটফর্ম, ওটিসি ও এটিবিতে (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) লেনদেন হওয়া কোম্পানি বিএসইসির সম্মতি ছাড়া বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

বিনিয়োগবার্তা/এসএএম//