Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার  দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। কিন্তু এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৯ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে ৩২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর বুধবার ডিএসইতে ৫৪০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে বৃহস্পতিবার আগের দিন থেকে ২১৬ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন কম হয়েছে। 

এদিন ডিএসইতে ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই দশমিক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৩৯ পয়েন্টে। 

এদিন সিএসইতে ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার সিএসইতে ১১ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছিল। এ হিসেবে বৃহস্পতিবার ২ কোটি ২১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার সিএসইতে ১২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির।

বিনিয়োগবার্তা/ডিএফই//