নিজস্ব প্রতিবেদক: পার্সনাল ফাইন্যান্স এবং পুঁজিবাজারের ক্যারিয়ার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সচেতনতামূলক সেশন সম্পন্ন করেছে দেশের পুঁজিবাজারের অন্যতম শীর্ষস্থানীয় মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
রবিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-তে অনুষ্ঠিত সেশনটি পরিচালনা করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব কর্পোরেট বিজনেস মোঃ রিফাত হাসান কনক এবং রিসার্চ এসোসিয়েট তানভীর আহমেদ।
মনমুগ্ধকর এ সেশনে পার্সনাল ফাইন্যান্স কেন প্রয়োজন, কিভাবে এটি জীবন চলার পথে সাহায্য করে এবং ছাত্র অবস্থা থেকেই তাদের সামনে কি কি সুযোগ রয়েছে, এক্ষেত্রে পুঁজিবাজার কিভাবে সাহায্য করতে পারে প্রভৃতি বিষয় তুলে ধরা হয়।
তাছাড়া পুঁজিবাজারে ক্যারিয়ার নিয়ে বিশদ ভাবে আলোচনা এবং প্রশ্নোত্তোর পর্বের উওর দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের হেড অব ডিজিটাল বিজনেস মোঃ রকিবুল ইসলাম রুশো।
এসময় তিনি বলেন, পুঁজিবাজারে আইবিএ-এর ছাত্রদের আরো সক্রিয় অংশগ্রহন প্রয়োজন। তাছাড়া পুঁজিবাজারের উন্নয়নে এই মেধাবীরাই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে বলে শিক্ষার্থীদের অনুপ্রেরনা দেন তিনি।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ছাত্র-ছাত্রীরা পুঁজিবাজারে ক্যারিয়ারের পাশাপাশি বিনিয়োগ নিয়েও বেশ আগ্রহ প্রকাশ করেন।
আইবিএ ক্যারিয়ার সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পক্ষ থেকে সঞ্চালনা করেন জিয়াদ এ নাসের।
আর এ অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে ছিলেন ইসরাত জাহান তমা।
অনুষ্ঠান শেষে ছাত্রদের প্রতিক্রিয়ায় তারা ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারজেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ ধরণের বিষয়ে আরো বিস্তারিত এবং গভীরভাবে জানার প্রয়োজন রয়েছে বলে তারা জানান।
বিনিয়োগবার্তা/এসএএম//