Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 28 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: এবারের এসএসসিতে গত বছরের চেয়ে পাশের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। এ বছর ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৫ দশমিক ৪৬ শতাংশ। 

গত বারের তুলনায় জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৬ হাজার ২৬২ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন। এবার পাশ করেছে ৮৭ দশমিক ৪৪ শতাংশ পরীক্ষার্থী। পাশের হার কমেছে গত বারের চেয়ে ৬ দশমিক ১৪ শতাংশ। গতবার পাশ করেছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। 

সোমবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন। 

জানা গেছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬.০৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯১.২৮ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫.৮৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯.৬১ শতাংশ, ঢাকা বোর্ডে ৯০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩ শতাংশ, দিনাজপুরে ৮১.১৪ শতাংশ, যশোরে ৯৫.০৩ শতাংশ, সিলেট ৭৮.৮২ শতাংশ। এদিকে মাদরাসা বোর্ডে ৮২.২২ শতাংশ আর কারিগরি বোর্ডে ৮৪.০৭ শতাংশ।

বিনিয়োগবার্তা/এমআর//