Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 29 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদকমঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৬ লাখ ১৭ হাজার ২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৭ কোটি ৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের। কোম্পানিটি ২৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বেক্সিমকো লিমিটেড ১৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রেনেটা ১৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ, অ্যাডভেন্ট ফার্মা, অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স ফুটওয়্যার, বিএটিবিসি, বীচ হ্যাচারি, বিকন ফার্মা, বেক্সিমকো গ্রীণ সুকুক, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ, ডরিন পাওয়ার, ডাচ-বাংলা ব্যাংক, ই-জেনারেশন, ফিক্সড বাংলাদেশ ইনকাম ফান্ড, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, জেনারেশন নেক্সট, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, এইচ.আর টেক্সটাইল, ইফাদ অটোস, ইনডেক্স অ্যাগ্রো, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কেডিএস অ্যাক্সেসরিজ, লিগ্যাসি ফুটওয়্যার, লিন্ডেবিডি, ম্যাকসন্স স্পিনিং, ম্যারিকো, মতিনস্পিনিং,মারকেন্টাইল ব্যাংক, মেট্রো স্পিনিং, নিউ লাইন ক্লোথিং, ন্যাশনাল পলিমার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রহিমা ফুড, আরএকে সিরামিক, সী পার্ল বীচ, সিলকো ফার্মা, সিলভা ফার্মা, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

বিনিয়োগবার্তা/এসএএম//