Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 30 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য-প্রযুক্তি ডেস্ক: মেটাকে সাড়ে ২৬ কোটি ইউরো জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন (ডিপিসি)। 

৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ পাওয়ায় মেটাকে এ জরিমানা করেছে তথ্যের নিরাপত্তা নিয়ে কাজ করা আয়ারল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থাটি। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন হ্যাকিং ফোরামে ৫৩ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ও ইমেইল ঠিকানা পাওয়ার পর গত বছরের এপ্রিলে মেটার বিরুদ্ধে তদন্ত শুরু করে ডিপিসি। 

ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস হওয়ার অভিযোগের বিষয়ে ফেসবুক জানিয়েছে, যে তথ্যগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে, সেগুলো সাইবার হামলা চালিয়ে সংগ্রহ করা হয়নি। 

তথ্যগুলো ২০১৯ সালের সেপ্টেম্বরে ‘স্ক্র্যাপ’ হিসেবে বাতিল করা হয়েছিল। 

ফেসবুকের দাবি প্রত্যাখ্যান করে আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন জানিয়েছে, মেটা তথ্য নিরাপত্তা আইনের ২৫ নম্বর অনুচ্ছেদ ভঙ্গ করেছে। 

কারণ, অনলাইনে ফাঁস হওয়া তথ্যগুলো কাজে লাগিয়ে স্প্যাম বার্তা পাঠানোর পাশাপাশি বিভিন্নভাবে প্রতারণা করা সম্ভব। তাই এ জরিমানা করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//