Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 07 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে দেশে কার্যরত বীমা কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কমিশনের মাল্টিপারপাস হলে পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য জানতে দেশের ২৬টি বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে তাগিদ মেয় কমিশন।

বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, বীমা কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে ইতোমধ্যে বেশ কিছু সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। বেশ কিছু বিষয়ে তাদের ছাড় দেওয়া হইছে। আমরা চাই পুঁজিবাজারে বীমা কোম্পানিগুলো তালিকাভুক্ত হয়ে যেন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, ব্যাংক স্বল্পমেয়াদী আমানত নিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে। এ কারণে ব্যাংকগুলোর ঋণ আটকে যায়। কিন্তু বীমা কোম্পানির কাছে দীর্ঘমেয়াদী আমানতের টাকা রয়েছে। তাই কোম্পানিগুলো ভালমৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ করতে পারে। এ বিষয়ে তাদের কোনো ধরনের প্রশিক্ষন দরকার হলে কমিশনের পক্ষ থেকে তা দেওয়া হবে বলেও জানান তিনি।

বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিশ্বের সকল দেশের ইন্সুরেন্স কোম্পানিগুলো অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা পালন করে থাকে। একইসাথে তারা পুঁজিবাজারও বড় ধরনের অবদান রেখে থাকে। আমরা এখানে যে ২৬টি কোম্পানিকে ডেকেছি তারাও যাতে পুঁজিবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এজন্য তাদেরকে বেশ কিছু সুযোগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, পাবলিক ইস্যু রুলস-২০১৫ এর প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে তালিকাভূক্ত না হতে পারা বীমা কোম্পানিগুলোকে কিছু শর্ত শিথিল করে পুঁজিবাজারে তালিকাভূক্তির সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেখানে তাদেরকে একটি শর্ত দেওয়া হয়েছিল। সেটি হলো তাদের ইক্যুইটির ২০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। আজকের বৈঠকে তাদের ওই বিনিয়োগের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছে কমিশন।

বিএসইসির এই মুখপাত্র জানান, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনোদকারীরা বড় ধরনের পালন করে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে ইন্সুরেন্স কোম্পানিগুলো অন্যতম। আমাদের দেশেও ইন্সুরেন্স কোম্পানিগুলো বড় ধরনের ভূমিকা পালন করতে পারবে। ইন্সুরেন্স কোম্পানিগুলো যদি মৌলভিত্তি দেখে শেয়ারবাজারে বিনিয়োগ করে তবে অন্য যেকোনো বিনিয়েগের তুলনায় এখানে বেশি লাভবান হওয়া সম্ভব। তাই আমরা তাদেরকে ভাল শেয়ারে বিনিয়োগের জন্য পরামর্শ দিয়েছি।

তিনি বলেন, আমরা মনে করি পুঁজিবাজারে বীমা কোম্পানিগুলো তাদের বিনিয়োগ বৃদ্ধি করবে। এরফলে বাজারে তারল্য বাড়বে এবং পুঁজিবাজার একটি শক্ত অবস্থানে দাড়াতে পারবে বলে মনে করে কমিশন।

বিনিয়োগবার্তা/এসএএম//