Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নবাব’ ও ‘বস টু’ মুক্তি নিয়ে গত কয়েক দিন ধরেই দেশীয় চলচ্চিত্র অঙ্গন দুই ভাগে বিভক্ত। বুধবার দুই পক্ষই ছিলো রাজপথে। এক পক্ষের দাবী ছিলো ‘নবাব’ ও ‘বস টু’ মুক্তি দিতে হবে। অন্য পক্ষের দাবী ছিলো ‘নবাব’ ও ‘বস টু’ মুক্তি পেলে সিনেমা হলে আগুন জ্বলবে।

সেন্সরবোর্ডের বাইরে অবস্থান নিয়েছিলো সিনেমাটির মুক্তির বিপক্ষে থাকা বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট। অন্যদিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সিনেমাটির মুক্তির পক্ষের কর্মীরা। সেন্সরবোর্ডের সামনে আন্দোলন চলাকালীনই ভেতরে অনুষ্ঠিত হয় বস-২ ও নবাব ছবির সেন্সর প্রদর্শনী।

এ সময় আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হন সেন্সরবোর্ড সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ। কিন্তু দিনশেষে ছবি দুটিকে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আনকাট সেন্সর পায় ছবি দুটি।

যৌথ প্রযোজনার এই ছবি দুটির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, ‘সিনেমাটি ঈদে প্রদর্শন করা হবে। এরই মধ্যে ‘নবাব’ ১২০টি এবং ‘বস টু’ ১০০টি সিনেমা হল বুকিং করেছে।’

(এসএএম/ ২২ জুন ২০১৭)