বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। হতাহতরা সবাই ঈদ করতে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন।
শনিবার ভোর ৫টার দিকে পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগাহ হাইওয়ে থানার ইনচার্জ এসআই হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, একটি সিমেন্ট বোঝাই ট্রাকে প্রায় ৩০ জন যাত্রী ঢাকা থেকে রংপুর যাচ্ছিলেন। পীরগঞ্জের কলাবাড়ি এলাকায় পৌঁছালে ভোর ৫টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরো পাঁচজনের মৃত্যু হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হতাহতদের সবার বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জে এবং তাদের অধিকাংশই পোশাক শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
(এসএএম/ ২৪ জুন ২০১৭)