Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 15 Jan 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলসের ১ শতাংশ বোনাস ডিভিডেন্ড অনুমোদন করেনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরে সাফকো স্পিনিং ১ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর বোনাস ডিভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে। সাফকো স্পিনিংয়ের বোনাস শেয়ার ইস্যুর ক্ষেত্রেও এমনটিই হয়েছে। কমিশনের কাছে কোম্পানিটির বোনাস শেয়ার ইস্যু যৌক্তিক মনে হয়নি বিধায় তা বাতিল করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//