বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে ভারতের সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেডের (সিডিএসএল) প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)। কোম্পানিটির আইপিওতে ১৭০ গুণ আবেদন জমা পড়েছে।
ভারতের সিডিএসএল বাংলাদেশের সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মতো একটি কোম্পানি।
ব্লুমবার্গ, ওয়াল স্ট্রিট জার্নালসহ বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যম সিডিএসএলের আইপিও নিয়ে একাধিক রিপোর্ট প্রকাশ করেছে।
ভারতের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্টে বলা হয়েছে, দেশের প্রাইমারি মার্কেটের বাজার এক রমরমা। সব স্তরের বিনিয়োগকারী এখন আইপিও আবেদনকে ইতিবাচক হিসাবে নিচ্ছেন। বিভিন্ন ক্যাটাগরির কোম্পানি আইপিওতে আসলে আবেদনে অনেক বেশি সাড়া পড়ছে।
সম্প্রতি আইপিওতে আসা কোম্পানি সিডিএসএলের আবেদন ১৭০ দশমিক ১৬ গুণ আবেদন জমা পড়েছে। এনএসই নিফটিতে তালিকাভুক্ত হওয়া সিডিএসএলের আবেদন জমা শুরু হয় ১৯ জুন। যা চলে ২১ জুন পর্যন্ত। এই তিন দিনে প্রতিষ্ঠানটির এতো আবেদন জমা পড়েছে।
সিডিএসএলের আইপিওর আকার ৩৬৯ কোটি ৯০ লাখ ডলার রূপি। এর বিপরীতে জমা পড়েছে ৬২ হাজার ৯২৯ কোটি রূপির আবেদন।
ব্লুমবার্গ জানিয়েছে, সিডিএসএলের আইপিওতে যে পরিমাণ আবেদন জমা পড়েছে, গত এক দশকে আর কোনো কোম্পানির আইপিওতে এতো আবেদন জমা পড়েনি। এর আগে ২০০৭ সালে রেলিগর এন্টারপ্রাইজের আইপিওতে ১৬১ গুণ আবেদন জমা পড়েছিল।
(এসএএম/ ২৫ জুন ২০১৭)