Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 24 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

স্পোর্টস ডেস্ক: অফ স্টাম্পের বাইরে ফুল লেংথে পিচ করা বলটি স্টাম্পের দিকে টেনে আনলেন বিয়র্ন ফরতেইন। তাতেই অভিজাত এক ক্লাবে নাম লেখালেন রশিদ খান।

বয়স কেবল ২৪, কিন্তু এর মধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হয়ে গেলেন এই আফগান লেগ স্পিনার।

ক্লাবে ঢুকতে তিন উইকেট প্রয়োজন ছিল রশিদের। দক্ষিণ আফ্রিকায় চলমান এসএ২০ টুর্নামেন্টে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১৬ রান দিয়ে ঠিকই তিন উইকেট তুলে নেন এমআই কেপটাউনের অধিনায়ক।  নিজের প্রথম ওভারে শিকার করেন কুশল মেন্ডিসকে। এরপর তার ফাঁদে পড়েন রাইলি রুশো।  

টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের ক্লাবে অবশ্য রশিদই প্রথম নয়। ২০২০ সালে এই মাইলফলক ছুঁয়ে দেখান ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৬১৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন তিনি। তার ঠিক পরেই আছেন রশিদ। ৪৭৪ উইকেট নিয়ে তিনে সুনীল নারাইন। চারে থাকা দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরের উইকেট সংখ্যা ৪৬৬। ৪৩৬ উইকেট নিয়ে পাঁচে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

বিনিয়োগবার্তা/এসএল//