Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 29 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সারাদেশ ডেস্ক: ভারত থেকে আসা বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় মদসহ ৫০ হাজার কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

রবিবার (২৯ জানুয়ারি) বেনাপোল রেলস্টেশন এলাকায় বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় এসব অবৈধ পণ্য আটক করা হয়।

একটি চোরাকারবারি চক্র আটককৃত এই সিগারেট ও মদ পাচার করছিল বলে কাস্টমস সূত্র জানায়।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আ. রশিদ মিয়া বলেন, 'ভারত থেকে বন্ধন এক্সপ্রেস ট্রেন যোগে বিপুল পরিমাণ সিগারেট ও মাদক পাচার হয়ে আসছে, এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৫০ হাজার কার্টন বেনসন ও এজ লাইট সিগারেট এবং ১৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।'

চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, 'আটককৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।'

বিনিয়োগবার্ত/এমআর//