Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। পূর্বাঞ্চলীয় আহমেদপুর শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

ট্যাংকারের টায়ার ফেটে যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাহাওয়ালপুর শহরের বাইরে মহাসড়কের একটি মোড়ে সেটি উল্টে যায়।

লিক হয়ে যাওয়া ওই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহের সময় ওই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে জানা গেছে, তেলের ওই ট্যাংকারটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে এতে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, ট্যাংকার উল্টে যাওয়ার সময় আশেপাশে বেশ কয়েকজন ধুমপান করছিলেন। তাদের ছুড়ে ফেলা সিগারেট থেকেই ট্যাংকারে আগুন ধরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(এসএএম/ ২৬ জুন ২০১৭)