Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিলের ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে জন্য ঘোষিত বোনাস  ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের দিতে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি আলোচ্য বছরে ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ৮ শতাংশ বোনাস। কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য তহবিল এবং বোনাস ডিভিডেন্ড অনুমতি পায়নি ‍পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা থেকে।

কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ আজ ২২ ফেব্রুয়ারি। আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//