Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঈদ আর রথযাত্রার উৎসব আনন্দের সঙ্গে ভারতীয়দের কাছে এবার যোগ হয়েছে ফেমিনা মিস ইন্ডিয়ার গ্র্যান্ড ফিনাল। এ বছর কে হবেন সেরার সেরা সুন্দরী তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা-কর্পনা চলছিল। অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল রবিবার রাতে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেওয়া হয়েছিল সেরা ৩০ জন প্রতিযোগীকে। রবিবার গ্র্যান্ড ফিনালেতে সেই সেরা ৩০ থেকে বেছে নেওয়া হয় সেরা ছয় জনকে। শুধু ব়্যাম্পওয়াক নয়, এই ছয়জনকে উত্তর দিতে হয় বিচারকদের প্রশ্নেরও। তারপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ।

বিচারকদের মতামত অনুযায়ী ২০১৭ মিস ইন্ডিয়ার মুকুট ওঠে হরিয়ানার মানুশী ছিল্লারের মাথায়। তাকে এই মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইন্ডিয়া প্রিয়দর্শিনী চট্টোপাধ্যায়। ফার্স্ট রানার-আপের স্বীকৃতি পান জম্মু কাশ্মীরের সানা দুয়া ও সেকেন্ড রানার আপ বিহারের প্রিয়াঙ্কা কুমারী।

গ্র্যান্ড ফিনালের অন্যতম আকর্ষণ ছিলেন এবছরের দুই সঞ্চালক। পুরো অনুষ্ঠানটি মজার ছলে সঞ্চালনা করে দর্শকদের মন ভরিয়ে দেন পরিচালক-প্রযোজক করণ জোহর ও অভিনেতা রীতেশ দেশমুখ।

এদিনের অনুষ্ঠান ছিল তারকার হাট। পরিচালক-প্রযোজক অভিষেক কাপুর, ইলিয়ানা ডি’ক্রুজ, অর্জুন রামপাল, বিপাশা বসু, বিদ্যুৎ জামওয়াল ও ডিজাইনার মণীশ মালহোত্রা ছিলেন এ বছরের বিচারক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বসুন্দরী স্টেফানি ডেল ভাল্লে।

প্রতিযোগীদের পাশাপাশি এদিন তার গান দিয়ে মঞ্চ মাত করেন সোনু নিগম। এছাড়াও পারফর্ম করেন অলিয়া ভাট, রণবীর কাপুর ও সুশান্ত সিং রাজপুত।

(এসএএম/ ২৮ জুন ২০১৭)