Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 16 Mar 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে সঞ্চিতি (প্রভিশনিং) সংক্রান্ত ছাড়ের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন নির্দেশনা অনুসারে, আগামী ২০২৫ সাল পর্যন্ত এই সুবিধা পাবে ব্রোকারহাউজ মার্চেন্ট ব্যাংকগুলো

মঙ্গলবার (১৪ মার্চ) অনুষ্ঠিত বিএসইসির ৮৫৯তম কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছেকমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

বিএসইসি সূত্রে তথ্য জানা গেছে

সভাশেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় এবং পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে আলোচ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছেনতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্টক ডিলার হিসাবে এবং মার্চেন্ট ব্যাংকের নিজস্ব পোর্টফোলিওতে পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সংক্রান্ত ঐচ্ছিক সুবিধা পাওয়া যাবে

বিনিয়োগবার্তা/এসএএম//