Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Mar 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: টানা বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষ অবস্থানে আসন ধরে রেখেছে ফিনল্যান্ডতবে তালিকায় বাংলাদেশের অবস্থান আগের চেয়ে আরও পিছিয়েছে১৩৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম২০২২ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ৯৪অন্যদিকে এবারের সুখী দেশের তালিকায় তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নাম

জাতিসংঘের তত্ত্বাবধানে ২০২৩ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামে এক বার্ষিক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে

প্রতিবেদন অনুযায়ী, সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের পর দ্বিতীয় তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক আইসল্যান্ডচতুর্থ ইসরায়েল পঞ্চম নেদারল্যান্ডসসেরা ১০টি সুখী দেশের মধ্যে এরপর রয়েছে সুইডেন (ষষ্ঠ), নরওয়ে (সপ্তম), সুইজারল্যান্ড (অষ্টম), লুক্সেমবার্গ (নবম) নিউজিল্যান্ড (দশম)।

এবারের সুখী দেশের তালিকায় কানাডা ১৩, যুক্তরাষ্ট্র ১৫ যুক্তরাজ্য ১৯তম অবস্থানে রয়েছেযুদ্ধকবলিত ইউক্রেন রয়েছে ৯২তম অবস্থানেআর রাশিয়া রয়েছে ৭০তম অবস্থানেদক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ৭৮।  পাকিস্তান ১০৮, শ্রীলঙ্কা ১১২, ভারত ১২৬তম অবস্থানে রয়েছেআর বাংলাদেশের অবস্থান ১১৮তম

অন্যদিকে সুখী দেশের তালিকায় এবার সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তানের নামআগের বছরও এই তালিকায় সবার নিচে ছিল আফগানিস্তান

সুখী দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি দুর্নীতির মাত্রা বিবেচনায় নেয়া হয়

বিনিয়োগবার্তা/এসএএম//