Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Apr 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকের বোনাস ডিভিডেন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক দুইটি হচ্ছে- সাউথবাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

জানা যায়, সাউথবাংলা ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ১ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

অন্যদিকে ইউনিয়ন ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

ব্যাংক দুইটির বোনাস শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট পরবর্তীতে ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর বোনাস ডিভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

বিনিয়োগবার্তা/ডিএফই//