প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সেলিমের কুলখানি সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নরসিংদী শহরের দত্তপাড়ায় মরহুমের বাসবভনে তার কুলখানি অনুষ্ঠিত হয়।
গত ২৩ জুন রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
কুলখানি অনুষ্ঠানে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ড. আব্দুল মঈন খান, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন-সম্পাদক খায়রুল কবির খোকন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সুলতান মোল্লা, সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, সদস উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এ এলাহী, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ ও বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যক্তিগত জীবনে মিয়া মোহাম্মদ সেলিম জাতীয়তাবাদী চেতনার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। মুক্তিযুদ্ধেও তার অবদান ছিল অনেক। নরসিংদী জেলা বিএনপির প্রতিষ্ঠাকালিন সদস্যও ছিলেন তিনি। এছাড়া অসংখ্য ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে তার সম্পৃক্ততা ছিল।
(এসএএম/ ৩০ জুন ২০১৭)