Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 20 Apr 2023 11:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে ব্যবসায় পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম, বিবিএস ক্যাবলস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং এস্কয়ার নিটের মুনাফায় অবনতি হয়েছে। কোম্পানি ৫টির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মতিন স্পিনিং

ডিএসই জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় দুই টাকা ৪৩ পয়সা।

চলতি বছরের তিন মাসের ব্যবসায় মুনাফা কমায় চলমান হিসাব বছরের প্রথম নয় মাসের (২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) হিসাবেও কোম্পানিটি মুনাফা কমেছে।

২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে তিন টাকা ৯৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় সাত টাকা ৯৮ পয়সা।

নাহি অ্যালুমিনিয়াম

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় এক টাকা ২৯ পয়সা।

চলতি বছরের তিন মাসের ব্যবসায় মুনাফা কমায় চলমান হিসাব বছরের প্রথম নয় মাসের (২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) হিসাবেও কোম্পানিটি মুনাফা কমেছে।

২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৪৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় দুই টাকা ৪১ পয়সা।

বিবিএস ক্যাবলস

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৬১ পয়সা।

চলতি বছরের তিন মাসের ব্যবসায় মুনাফা কমায় চলমান হিসাব বছরের প্রথম নয় মাসের (২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) হিসাবেও কোম্পানিটি মুনাফা কমেছে।

২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৩৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় তিন টাকা এক পয়সা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় এক টাকা ১১ পয়সা।

এস্কয়ার নিট

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৭৫ পয়সা।

চলতি বছরের তিন মাসের ব্যবসায় মুনাফা কমার পাশাপাশি চলমান হিসাব বছরের প্রথম নয় মাসের (২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) হিসাবেও কোম্পানিটি মুনাফা কমেছে।

২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় দুই টাকা ১৫ পয়সা।

বিনিয়োগবার্তা/এসএএম//