বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অর্থহীন ব্যান্ডের বেজ বাবা সুমন বিশ্বখ্যাত মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোল্যান্ড ও বসের অফিশিয়াল আর্টিস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন । রোল্যান্ড করপোরেশনের গ্লোবাল আর্টিস্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান অ্যালি এ কথা জানান।
রোল্যান্ডের অফিশিয়াল আর্টিস্ট হতে পেরে ভীষণ আনন্দিত সুমন বলেন, ‘এটা আমার জন্য সিরিয়াস আনন্দের। কারণ, রোল্যান্ড ও বস হচ্ছে বিশ্বের অন্যতম বড় ইন্সট্রুমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আমি খুবই আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এর বেশি আর কী বলব’ ।
সুমনের কাজ হবে বাংলাদেশে রোল্যান্ড ও বসের পণ্যের পৃষ্ঠপোষকতা করা এবং তারাও সুমনের পৃষ্ঠপোষকতা করবে। তারা সুমনকে জানিয়েছে, রোল্যান্ডের সঙ্গে বিশ্বের অন্য যেসব শিল্পী যুক্ত আছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে যৌথভাবে কিছু একটা করাবে। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।’
এমআর/২ জুলাই,২০১৭