Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:ঈদের দুই ছবির এক সপ্তাহ পারে হলো। নবাব ও বস ২ নিয়ে চলছে বিস্তর আলোচনা—ভালো-খারাপ,সফল-অসফল। তবে দর্শক ঈদের দিন থেকে ছুটে গিয়েছেন প্রেক্ষাগৃহে বাংলা সিনেমার টানে।

নবাব আর বস ২ চলচ্চিত্র দুটি দেশের প্রায় সব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবারের ঈদে। ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র দুটি দেখতে প্রেক্ষাগৃহে ঈদের দিন থেকেই ভিড় করছেন দর্শকেরা।

হলগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত–বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র সম্প্রতি ভালোই দর্শক টানছে। বিশেষ করে ঈদে দুই দেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র মুক্তি পেলে দর্শক একটু বেশিই আগ্রহ নিয়ে হলে যান।

শাকিব খানের নবাব দেখতে ঈদের দিন ও পরের দিন দর্শকের ভিড় ছিল। ঈদের দিন থেকেই  জনপ্রিয় নায়ক জিৎ অভিনীত বস- ২ সিনেমাটি দেখতেও হলে উপচে পড়ছে দর্শক। টিকিট না পেয়ে অনেক দর্শক ফিরে গেছেন । ঈদের প্রথম দুই দিনের প্রদর্শনীগুলো হাউসফুল ছিল। বুধ/বৃহস্পতিবার থেকে ভিড় একটু কমতে শুরু করেছে ।

এমআর/২ জুলাই,২০১৭