Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 04 Jun 2023 13:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য-প্রযুক্তি ডেস্ক: দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নতুন ফোন আনছে। গ্যালাক্সি সিরিজের এই হ্যান্ডসেটের মডেল এফ ৫৪।

স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ মডেলের ফোন আগামী জুন মাসে বাজারে আসবে। ফোনটি বাজারে আসার আগেই এর কিছু স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া তথ্য মতে, আপকামিং স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ফোনে থাকছে ৫জি কানেক্টিভিটি।

এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে প্যানেল থাকছে। যা ১২০ হার্জ রিফ্রেশ রেট দেবে।

হ্যান্ডসেটটি পরিচালনার জন্য এক্সিনোস ১৩৮০ মডেলের প্রসেসর দিচ্ছে স্যামসাং।

ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি চার্জের জন্য ২৫ ওয়াটের ফাস্ট চার্জার পাবেন ক্রেতারা।

ফোনটি জুনের শুরুতে বাজারে আসার কথা রয়েছে। প্রথমে দক্ষিণ কোরিয়ার বাজারে আসবে। এরপর আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে।

বিনিয়োগবার্তা/এনএএস//