নিজস্ব প্রতিবেদক: টেকসই উন্নয়নের জন্য পুঁজিবাজারের বিকাশ দরকার বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। তিনি বলেন, বাজেটে স্টেকহোল্ডারদের একটি দাবি ছিল, তালিকাভুক্ত ও তালিকা-বহির্ভূত কোম্পানিগুলোর কর হারের ব্যবধান বাড়ানো। বাজেটে এর প্রতিফলন হয়নি। জাতীয় সংসদে বিষয়টি তুলে সংশ্লিষ্টদের নজরে আনার চেষ্টা করবো। আশা করি, সরকার বিষয়টি বিবেচনায় নেবে।
বুধবার (৭ জুন) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বাজেট পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রত্যক্ষ কর সংগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির বিবেচনায় প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত হয়নি। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মানুষকে নিজস্ব ঠিকানা তৈরি করে দেওয়া হচ্ছে। সেখানে আয়ের সুযোগের পাশাপাশি সুপেয় পানি, নিরাপদ পয়ঃনিষ্কাশন সুবিধা পাচ্ছে তারা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীও আমদানিনির্ভর পণ্যে মজুদ গড়ে তোলার পক্ষে। বিভাগীয় পর্যায়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি)-এর মজুদ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। চালের মজুত তৈরি করার ফলে এখন বাজার স্বাভাবিক। একইভাবে অন্যান্য পণ্যেরও মজুতের দরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা সংস্থা র্যাপিড-এর চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু ইউসূফ, বিল্ড-এর সিইও ফেরদৌস আরা বেগম, দৈনিক প্রথম আলো’র অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেন মাসুম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ইআরএফ-এর সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা।
বিনিয়োগবার্তা/এসএএম//