Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 08 Jun 2023 12:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: দুবাইয়ে চলতি বছরের প্রথম চার মাসে ৬০ লাখ পর্যটক এসেছে। পর্যটন ও বাণিজ্য নগরীটির ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের (ডিইটি) বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। খবর: অ্যারাবিয়ান বিজনেস।

ক্রাউন প্রিন্স ও দুবাই এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশীদ আল মাকতূম সোমবার ডিইটি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় ডিইটির বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও তদারকি করেন।

ডিইটির সর্বশেষ উপাত্তে দেখা গেছে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে নতুন ব্যবসার লাইসেন্স ইস্যু গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। ২০২২ সালে দুবাইয়ের জিডিপিতে ম্যানুফ্যাকচারিং শিল্পের অবদান ছিল ৮ দশমিক ৬ শতাংশ। পরবর্তী দুই বছরে তা ৯ শতাংশ স্পর্শ করতে পারে বলে আশা করা হচ্ছে।

দুবাই করপোরেশন ফর ট্যুরিজম অ্যান্ড কমার্স মার্কেটিংয়ের (ডিসিটিসিএম) গৃহীত পদক্ষেপের ফলে লক্ষণীয় বিদেশী পর্যটক আগমন বেড়েছে। ২০২২ সালে বিদেশী পর্যটক ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ১ কোটি ৪৪ লাখ। ২০২৩-২৫ সালের মধ্যে বিদেশী পর্যটক আগমন বাড়বে বলে আশা করা হচ্ছে। চলতি বছরের প্রথম চার মাসে দুবাইয়ে বিদেশী পর্যটক ৬০ লাখেরও বেশি। ২০২২ সালের একই সময়ের তুলনায় তা ১৮ শতাংশ বেশি। এতে ট্রিপঅ্যাডভাইজর ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডসে বিশ্বের এক নম্বর পর্যটন আকর্ষণ স্বীকৃতি পেল দুবাই। টানা দুই বছর এ স্বীকৃতি ধরে রাখল আমিরাত। লন্ডন, প্যারিস ও ব্যাংককের মতো পর্যটন আকর্ষণকে টানা দুই বছর ছাড়িয়ে গেল উপসাগরীয় পর্যটন কেন্দ্রটি। করোনাপূর্ব ২০১৯ সালের তুলনায় পর্যটকদের গড় ব্যয় ৬ শতাংশ বেড়েছে বলে জানায় দুবাই কর্তৃপক্ষ।

বিনিয়োগবার্তা/এসএএম//