Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 14 Jun 2023 03:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য-প্রযুক্তি ডেস্ক: এই প্রথম ১৬ জিবি র‌্যামের ফোন আনল আইটেল। হ্যান্ডসেটটির মডেল আইটেল এস২৩। সাশ্রয়ী দামের এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে দেওয়া হয়েছে ১৬ জিবির র‌্যাম ও ১২৮ জিবির রম।

তবে আইটেল এস২৩ মডেলে কী প্রসেসর ব্যবহৃত হয়েছে, তা কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি।

একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, ফোনটিতে দেওয়া হয়েছে ১৬ জিবির র‌্যাম। তার ফলে এই আইটেল হ্যান্ডসেটটি অত্যন্ত দ্রুতগতির হয়ে উঠেছে। তবে এই 16GB RAM কিন্তু সরাসরি নয়। এর মধ্যে ৮জিবি হল ফিজিক্যাল এবং বাকি ৮জিবি ভার্চুয়াল র‌্যাম।

সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে আইটেল ওএস ৮.০৬। যা অ্যানড্রয়েডভিত্তিক।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। যা ব্যবহারকারীকে হাই-কোয়ালিটি ফটো ও ভিডিও অভিজ্ঞতা দিতে পারবে। বেশ বড় এবং শক্তিশালী একটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে এই ফোনে। যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করছে।

বিনিয়োগবার্তা/টিআর//