Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 06 May 2025 07:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কনফেডারেশন্স কাপের শিরোপা জয় করে ব্রাজিলকে হটিয়ে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে নিল জার্মানি।

বৃহস্পতিবার (৬ জুলাই) ফিফার র‌্যাংকিং আপডেট হলেই শীর্ষে উঠে যাবে জোয়াকিম লোর দল।

জার্মানি শীর্ষে ওঠায় দুইয়ে নেমে যাচ্ছে নেইমারের ব্রাজিল। আর আর্জেন্টিনা নেমে যাবে তিনে।

এদিকে কনফেডারেসন্স কাপে দারুণ পারফর্ম করায় উন্নতি হচ্ছে রোনালদোর পতুর্গালের। আট নম্বর থেকে চার ধাপ এগিয়ে চারে উঠে আসছে রোনালদোর দল।

তবে কনফেডারেশন কাপের ফাইনালে খেলেও অবনমন হচ্ছে চিলির। সাতে নেমে যাচ্ছে সানচেজের দল।

এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ইরান। সাত ধাপ ২৩তম অবস্থানে উঠে আসছে দেশটি। এছাড়া অস্ট্রেলিয়া ৪৪ ও জাপান ৪৫তম স্থানে রয়েছে। আগের মাসে র‌্যাংকিংয়ে ১৯২তম অবস্থানে ছিল বাংলাদেশ।

(এসএএম/ ০৪ জুলাই ২০১৭)