Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 04 Apr 2025 21:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিনিয়োগকারীদের প্রশিক্ষণ দিয়েছে পুঁজিবাজারের অন্যতম মার্চেন্ট ব্যাংক লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। বিএসইসির ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী এবং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিনিয়োগকারীদের পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্থিতিশীল পুঁজিবাজার গঠনে ভূমিকা রাখার পাশাপাশি বাজারের কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি এই প্রশিক্ষণের আয়োজন করে।

সেমিনারে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার হাসান জাভেদ চৌধুরী। এবং সেমিনার সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের প্রধান সৈয়দ এনায়েত হোসেন।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন ভবন ও দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(এসএএম/ ০৫ জুলাই ২০১৭)