Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Aug 2023 14:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধুলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট ইতিহাসে দিনটি বিশেষভাবেই স্মরণীয় হয়ে থাকবে।

রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের দেশটির ক্রিকেট ইতিহাসে এটিই দুবাইয়ের মাটিতে প্রথম জয়। তৃতীয়বারের চেষ্টায় প্রথম জয় নিউজিল্যান্ডের বিপক্ষেও। আয়ারল্যান্ড, আফগানিস্তান আর জিম্বাবুয়ের বাইরে আইসিসির পূর্ণ সদস্যের বিপক্ষেও এটি আরব আমিরাতের প্রথম জয়।
আর নিউজিল্যান্ড কোনো সহযোগী দেশের কাছে হারল সব সংস্করণ মিলিয়ে ৩৮ ম্যাচের পর।

২০১৪ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা শুরু করা আরব আমিরাত এর আগে দুবাইয়ে ৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও ১৯ রানে হেরে যায়। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আর জয় ফসকে যেতে দেয়নি দলটি।

টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রানে আটকে দেন বোলাররা। ১৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার আয়ান আফজাল খান ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৪৬ বলে ৬৩ রান করেন মার্ক চাপম্যান। অন্যদের মধ্যে দুই অঙ্কের রান তুলতে পারেন শুধু চ্যাড বোয়েস (২১) ও জিমি নিশাম (২১)।

রান তাড়ায় প্রথম ওভারে আরইয়াঁশ শর্মা আউট হলেও আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিম দলকে জয়ের ভিত্তি গড়ে দিয়ে যান। দলকে ৯৬ রানে রেখে যাওয়া ওয়াসিম ২৯ বলের ইনিংসে ৪টি চার ও ৩টি ছয়ে খেলেন ৫৫ রানের ইনিংস। যার ওপর ভর করে আসিফ খান ২৯ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে আরব আমিরাতকে ২৬ বল বাকি থাকতেই জয় এনে দেন।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে রোববার।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৪২/৮ (চাপম্যান ৬৩, বোয়েস ২১, নিশাম ২১; আয়ান ৩/২০, জাওয়াদুল্লাহ ২/১৬)।
সংযুক্ত আরব আমিরাত: ১৫.৪ ওভারে ১৪৪/৩ (ওয়াসিম ৫৫, আসিফ ৪৮*, অরবিন্দ ২৫; স্যান্টনার ১/২৬)।
ফল: সংযুক্ত আরব আমিরাত ৭ উইকেটে জয়ী।

বিনিয়োগবার্তা/ডিএফই//