Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Aug 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

লন্ডন (যুক্তরাজ্য) থেকে শামীম আল মাসুদ: যুক্তরাজ্যে গৌরবের ১২৫ বছর উদযাপন করার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। আগামী ১৫ অক্টোবর ২০২৩ তারিখ রবিবার পূর্ব লন্ডনের দ্য আট্টিয়াম হলে দিনব্যাপি এ অনুষ্ঠানটি উদযাপন করা হবে।

শুক্রবার দুপুরে যুক্তরাজ্যের লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গৌরবময় ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী-২০২৩ উদযাপন কমিটি, যুক্তরাজ্য এর সদস্য সচিব আব্দুল বাছির।

তিনি জানান, বৃহত্তর সিলেটের অন্যতম প্রাচীন বিদ্যাপিঠ ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটি ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবদি এই শিক্ষা প্রতিষ্ঠানটি বাঙালি ও বাংলাদেশিদের বহু ইতিহাসের অনন্য দৃষ্টান্ত।  

তিনি বলেন, সিলেট অঞ্চলের প্রাচীনতম এই বিদ্যাপিঠের হাজার হাজার শিক্ষার্থী এই যুক্তরাজ্যে বসবাস করছে। আর ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে ব্রিটেনে ঢাকা দক্ষিণ এলাকাবাসীর একমাত্র সংগঠন। আর এই সংগঠনের সার্বিক তত্ত্বাবধানেই অনুষ্ঠানেটি সম্পন্ন হবে। এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে ১৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি পুরো অনুষ্ঠানটি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গৌরবময় ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী-২০২৩ উদযাপন কমিটি, যুক্তরাজ্যের আহ্বায়ক মামুনুর রশিদ খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার শাহজাহান ও দেলওয়ার আহমাদ শাহান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাইসির আহমেদ প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএএম//