Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: খুলনা সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১৮ জুলাই থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু করবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী খুলনার স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগ (এনআইডি) শাখার যোগাযোগ কর্মকর্তা আশিকুর রহমান জানান, কমিশন ১৮ জুলাই থেকে খুলনা সিটি কর্পোরেশনে স্মার্ট কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে ৩০ জুলাই রংপুর সিটি কর্পোরেশনেও স্মার্ট কার্ড বিতরণ করার পরিকল্পনা রয়েছে। তবে রংপুরে স্মার্ট কার্ড বিতরণের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

যাদের জাতীয় পরিচয়পত্র আছে, তারাই পর্যায়ক্রমে এই ‘স্মার্ট’ পরিচয়পত্র পাবেন বলে তিনি জানান।

ইসি সূত্র জানায়, স্মার্ট কার্ড বিতরণের তারিখ ও স্থান নির্ধারিত সময়ে নির্বাচন কমিশন গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এবং মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচার করে জানিয়ে দেয়া হবে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোন তথ্য জানাতে এনআইডি উইংয়ে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। যে কোন ফোন থেকে ১০৫ নম্বরে কল করলে নাগরিকদের তথ্য জানিয়ে দেবেন জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তারা।

গত বছরের ২ অক্টোবর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। ওই দিন রাজধানীর পাশাপাশি কুড়িগ্রামে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। এরপর চলতি বছরের ১৩ মার্চ চট্টগ্রামে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ২ এপ্রিলে রাজশাহীতে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং ১০ জুনে বরিশালে কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

দেশে বর্তমানে মোট ১০ কোটি ৩০ লাখ ভোটার রয়েছে। প্রাথমিকভাবে ৯ কোটি ভোটারকে স্মার্ট কার্ড দেবে ইসি। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে।

(এমআর/এসএএম/ ০৫ জুলাই ২০১৭)