Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে গুম হওয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী সরকারী কলেজের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদকে ফিরে পেতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী।

বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী শহরের উপঝেলা মোড়ে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নাহিদের পরিবারের উদ্যোগে নরসিংদী প্রেস ক্লাবের সামনে প্রায় অর্ধ কিলোমিটার লম্বা এক মানববন্ধন এ কর্মসূচী পালিত হয়। সকাল ৯টা থেকে প্রেস ক্লাবের সামনে নারী, পুরুষ ও শিশু জমায়েত হতে থাকে। মানববন্ধনে নরসিংদী জেলা শহরের দলমত নির্বিশেষে সহশ্রাধিক নারী, পুরুষ ও শিশু এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহী, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, নাহিদের মাতা সাজেদা বেগম, ছাত্রদল নেতা ইলিয়াছ আলী, বনিক সমিতি নেতা বাবুল সরকার, ছাত্রদল নেতা ফয়সাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নরসিংদীর জনপ্রিয় ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ গুম হওয়ার এক মাস হয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। আমরা প্রধানমন্ত্রী সহ আইন শৃংখলা বাহিনীর কাছে আহবান জানাচ্ছি আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিন। নতুবা আমাদেরকে নাহিদের খোঁজ দিন। যদি সে কোন অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে বিচার করুন।

উল্লেখ্য, গত ৮ জুন বৃহস্পতিবার গভীর রাতে আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে তিনটি গাড়িতে করে নরসিংদী শহরের নাগরিয়াকান্দী নাহিদের বাড়ী গিয়ে নাহিদকে ঘর থেকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।

(এসএইচআর/এসএএম/ ০৫ জুলাই ২০১৭)