Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Apr 2025 14:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্বে অভিষেক হচ্ছে জো রুট এর ।এই সিরিজে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে দক্ষিণ আফ্রিকার ডিন এলগারেরও। রুটকে দীর্ঘ সময়ের কথা ভেবে দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড বোর্ড, আর এলগার এক টেস্টের জন্য ।

ফাফ ডু প্লেসিও এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন সদ্যোজাত সন্তান আর স্ত্রীর জন্য।তাই লর্ডসে আজ সিরিজের প্রথম টেস্টে একই সঙ্গে অধিনায়ক হিসেবে দুজনের অভিষেক হবে ক্রিকেট-বিশ্বে। এলগার অবশ্য মাত্র একটি টেস্টেই নেতৃত্ব দেবেন। ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টের আগেই দলে যোগ দেবেন ফাফ ডু প্লেসিস।

নজর অবশ্যই রুটের ওপর বেশি। আগের অধিনায়ক অ্যালিস্টার কুক গত ফেব্রুয়ারিতে দায়িত্ব ছেড়েছেন ইংল্যান্ডকে সবচেয়ে বেশি টেস্টে (৫৯) নেতৃত্ব দিয়ে। জো রুটের অধীনে আসলেই তাই নতুন একটা যুগের শুরু হচ্ছে ইংল্যান্ডের।

রুট এর তাঁর চ্যালেঞ্জটা যে বেশ কঠিন, গত বছর ১৭টি টেস্ট খেলে ইংল্যান্ড জিতেছে মাত্র ৬টি, হেরেছে ৮টি। ভারতে সর্বশেষ টেস্ট সিরিজে হারতে হয়েছে ৪-০ ব্যবধানে। বছর পাঁচেক আগে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা ইংল্যান্ড এখন চারে। রুট এর উপর গুরু দায়িত্ব ইংল্যান্ডকে আগের জায়গায় ফিরিয়ে নেবার । রুট পারবে কি পারবে না সেটা সময় ই বলে দেবে ।

 

(এম আর/০৬ জুলাই, ২০১৭)