Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : হলিউড তারকা রবার্ট ডাউনি জুনিয়র অতিমানব টনি স্টার্ক তথা ‘আয়রন ম্যান’ চরিত্রটি করে আসছেন ২০০৮ সাল থেকে। তিনি আর করবেন না এই চরিত্রটি । বারবার একই চরিত্রে অভিনয় করে আর একঘেয়েমির মধ্যে পড়তে চান না তিনি।

এক সাক্ষাৎকারে ডাউনি বলেন, একই চরিত্রে অভিনয়ের ব্যাপারটা চক্রাকার। তাই এই একই কাজ বারবার করতে গিয়ে তিনি ‘আয়রন ম্যান’কে একঘেয়ে কিংবা বিরক্তিকর করে ফেলতে চান না। মানুষ চেয়েছে বলেই এত দিন আয়রন ম্যান সেজেছেন। এখন হয়তো সময় এসেছে এই চরিত্রের আবেদন ধরে রাখার এবং একে বিদায় জানানোর।

এই জুলাই এ মুক্তি পাবে স্পাইডারম্যান: হোমকামিং। এতেও আছেন আয়রন ম্যান।

ডাউনি জুনিয়র কে আরও দেখা যাবে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার এর সিক্যুয়েল এ।

 

(এম আর/০৬ জুলাই, ২০১৭)