Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Apr 2025 14:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বড় জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (৬ জুলাই) সফরকারী জিম্বাবুয়েকে তারা হারিয়েছে ৮ উইকেটেরে বড় ব্যবধানে। এই জয়ের সুবাদে সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল ২-১ ব্যবধানে।

হাম্বানতোতার এ ম্যাচে এদিন দেখা মিলেছে তিন সেঞ্চুরির। তবে নিরোশান ডিকবিলা ও দানুস্কা গুনাথিলাকার সেঞ্চুরির সঙ্গে পারেনি হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে তাই জিম্বাবুয়ের ৩১০ রানের সহজ লক্ষ্য ১৬ বল হাতে রেখেই মাত্র ২ উইকেট হারিয়ে পেরিয়ে গেছে শ্রীলঙ্কা।

দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন ওপেনিংয়ে নামা লঙ্কান ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা। ১১১ বলে তিনি সংগ্রহ করেছেন ১১৬ রান। ইনিংসটিতে তিনি খেলেন ১৫টি চারের সঙ্গে একটি ছক্কার মার। আর দ্বিতীয় সর্বোচ্চ ১০২ রান করেছেন অপর ওপেনার ডিকবিলা। ১১৬ বলের ইনিংসটি তিনি খেলেছেন ১৪ চারের মার। এ দু’জন মিলে এদিন গড়েন ২২৯ রানের দারুণ এক উদ্বোধনী জুটি।

ডিকবিলা ও গুনাথিলাকার ওপেনিং জুটিতে পাওয়া ভিতটা কাজে লাগিয়ে এদিন জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস (২৮*) ও উপুল থারাঙ্গা (৪৪*)।

এর আগে টস হেরে তৃতীয় এ ওয়ানডেতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

(এসএএম/ ০৭ জুলাই ২০১৭)