বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বের প্রভাবশালী নেতাদের সম্মেলন জি২০ শুক্রবার জার্মানির হামবুর্গ শহরে শুরু হবে। এর আগে সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পুলিশের ৭৬ সদস্য আহত হয়েছেন।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত ৩ পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রায় ১২ হাজার মানুষ ‘নরকে স্বাগত’ ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করে। মুখোশ পরে বিক্ষোভ করছিলেন তারা। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
বিক্ষোভকারীদের দিকে জলকামান, মরিচের পানি ছোড়ে পুলিশ। পুলিশের দিকে পাল্টা বোতল, পাথর ও আগুনের ফুলকি ছোড়ে বিক্ষোভকারীরা।
প্রথম দফায় সংঘর্ষের পর আয়োজকেরা বিক্ষোভ মিছিল বাতিল করে দেন। তবে বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নেয়। পুলিশ জানায়, অন্যান্য এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে।
এবারের জি২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন প্রভাবশালী নেতা জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করবেন। সম্মেলনকে ঘিরে হামবুর্গে নিরাপত্তার দায়িত্বপালন করছে ২০ হাজার পুলিশ। বিক্ষোভকারীদের সম্মেলনস্থলে যেতে বাধা দিতে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে।
এদিকে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার হামবুর্গে এক লাখেরও বেশি বিক্ষোভকারী জড়ো হতে পারে বলে আশা করা হচ্ছে।
ইতোমধ্যে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প। জার্মান সরকারের মুখপাত্র বলেছেন, এক ঘণ্টা ধরে উত্তর কোরিয়া, মধ্যপ্রাচ্য, ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘাত, জি২০ ইত্যাদি ইস্যু নিয়ে আলোচনা করেছেন মার্কেল এবং ট্রাম্প।
এই সম্মেলনেই প্রথমবারের মতো মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বেলা পৌনে ৩টার দিকে তারা সাক্ষাৎ করবেন।
(এসএএম/ ০৭ জুলাই ২০১৭)