Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: পতেঙ্গায় একটি নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই টার্মিনাল তৈরিতে সম্ভাব্য ব্যয় হবে ১ হাজার ৮৬৮ কোটি টাকা এবং এটি হবে সম্পূর্ন নিজস্ব অর্থায়নে। প্রস্তাবিত টার্মিনালটির জন্য প্রশাসনিক অনুমোদন পেয়েছে বন্দর কর্তৃপক্ষ এবং নাম হবে ‘পতেঙ্গা কনটেইনার টার্মিনাল’।

টার্মিনাল নির্মাণের লক্ষ্য ধরা হয়েছে ২০১৯ সাল।বন্দর কর্মকর্তাদের আশা জাহাজ জট কমবে যদি নির্ধারিত সময়ে এটি নির্মিত হয় ।জানা যায়, বন্দর দিয়ে কনটেইনার পরিবহন বাড়লেও গত সাড়ে নয় বছরে নতুন টার্মিনাল নির্মাণ হয়নি। টার্মিনাল সংকটে বন্দরে জাহাজ জট লেগেই আছে।এই পরিস্থিতির জন্যই এই টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে।

বন্দরের প্রশাসন ও পরিকল্পনা যুগ্ম সচিব মো. জাফর আলম বলেন, গত ১৩ জুন নৌপরিবহন মন্ত্রণালয় এ প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দিয়েছে। এখন টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ শুরু করা হবে।

বন্দর কর্তৃপক্ষ জানান, কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর জন্য বন্দরে বে টার্মিনাল, লালদিয়া টার্মিনাল ও কর্ণফুলী কনটেইনার টার্মিনাল নামে তিনটি বড় প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে। বে টার্মিনাল ও লালদিয়া টার্মিনাল নির্মাণেও স্বল্পমেয়াদে নির্মাণের সুযোগ নেই। আবার পুরোনো জেটি ভেঙে কর্ণফুলী কনটেইনার টার্মিনাল নির্মাণে সমস্যা রয়েছে। তাই স্বল্প মেয়াদে পতেঙ্গা টার্মিনাল নির্মাণের প্রকল্পটি হাতে নেয়া হয়েছে ।

এ প্রকল্পে, বন্দরের মূল জেটির চট্টগ্রাম ড্রাই ডক থেকে বোট ক্লাবের মধ্যবর্তী ২৬ একর জায়গায় পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হবে। টার্মিনালে ৬০০ মিটার লম্বা তিনটি জেটি নির্মাণ করা হবে ও একসঙ্গে তিনটি জাহাজ ভেড়ানোর সুবিধা থাকবে। তেল খালাসের জন্য ২২০ মিটার লম্বা একটি ডলফিন জেটিও নির্মিত হবে।

 

(এমএ/ এমআর/ ০৮ জুলাই ২০১৭)