Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: গুজবে কান না দিয়ে সঠিক তথ্যের উপর ভিত্তি করে পুঁজিবাজারে বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো: ছায়েদুর রহমান।

শনিবার (০৪ মার্চ) রাজধানীর মতিঝিলে ইবিএল সিকিউরিটিজের কার্যালয়ে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘ইনভেস্টর অ্যাওয়ার্নেস প্রোগ্রাম-২০১৭’ এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

বিএমবিএ সভাপতি বলেন, পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সচেতনতার বিকল্প নেই।

তিনি বলেন, পুঁজিবাজার খুবই সংবেদনশীল একটি বাজার। এখানে সফল হতে হলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে। এর জন্য বুঝে-শুনে, সঠিক তথ্যের উপর ভিত্তি করে সচেতনতার সাথে বিনিয়োগ করতে হবে।

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, বিনিয়োগ আপনাদের; ঝুঁকিও আপনাদের। মার্কেটের হঠাৎ উত্থান বা হঠাৎ পতন আমাদের কেউই প্রত্যাশা করে না। তাই গুজবে কান না দিয়ে সঠিক তথ্যের উপর ভিত্তি করে বিনিয়োগ করুন।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইবিএল সিকিউরিটিজের প্রধান গবেষণা কর্মকর্তা মো. শাহরিয়ার, প্রধান অর্থ কর্মকর্তা আসাদুজ্জামান, রিলেশনশিপ ম্যানেজার মনিরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বিনিয়োগকারীদের প্রশিক্ষণের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান অপারেটিং কর্মকর্তা হুমায়ুন কবির।

(এসএএম/ ০৬ মার্চ ২০১৬)