নিজস্ব প্রতিবেদক: তথ্য-প্রযুক্তি ডেস্ক: এআই চ্যাটবট বার্ডে আপডেট এনেছে গুগল। এর ফলে এখন থেকে এআই চ্যাটবটের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ভিডিও নিয়ে আলোচনা করতে পারবে।
চ্যাটবটের সর্বশেষ আপডেট লগে গুগল জানায়, বার্ডের ইউটিউব এক্সটেনশনের সক্ষমতা বাড়ানো হয়েছে। এর ফলে ইউটিউবের কিছুসংখ্যক ভিডিও কনটেন্ট বুঝতে পারবে জেনারেটিভ এআই প্রযুক্তিটি।
সেপ্টেম্বরে প্রথমবার ইউটিউব থেকে ডাটা সংগ্রহের সক্ষমতা অর্জন করেছিল চ্যাটবটটি। এর আগে কোম্পানি এমন এক আপডেট চালু করে, যার মাধ্যমে ডক্স, ম্যাপস, লেন্স, ফ্লাইটস ও হোটেলস-এর মতো গুগল পণ্যে তথ্য ব্যবহারের সুযোগ পাওয়া যায়। টেকটাইমস
বিনিয়োগবার্তা/এএইচএস//