Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 14 Dec 2023 13:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য-প্রযুক্তি ডেস্ক: চ্যাটজিপিটি আসার পর থেকে মানুষের মধ্যে এআইয়ের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। এবার চ্যাটজিপিটি প্রতিযোগী এনেছে গুগল তাদের নতুন উন্নত মডেল জেমিনি এআই লঞ্চ করে। নতুন এআই মডেলটি গুগলের আরেক সংস্করণ বার্ডের চেয়েও উন্নত ও সহজেই নানা ধরনের কাজ করতে সক্ষম। খবর ভার্জ। 

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানান, নতুন এই এআই মডেলটি মানুষের কমান্ড অনুযায়ী বিভিন্ন কাজ করতে পারবে। এআই চ্যাট মডেলটিতে মানুষ যেভাবে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে, ঠিক সেইভাবে এ মডেলটি কাজ করবে। জেমিনি এআই ডিপমাইন্ড ও গুগলের গবেষণা দল যৌথভাবে তৈরি করেছে। এটি টেক্সট, ছবি, অডিও এবং কম্পিউটার কোড তৈরি করার মতো মতো নানা ধরনের কাজ সহজেই করতে পারে।

গুগলের মতে, জেমিনি এআই তিনটি মডেলে তৈরি করা হয়েছে। ডাটা সেন্টার ও এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের জটিল কাজের জন্য আল্ট্রা মডেল, বেশি পরিমাণে ডাটা নিয়ে কাজের জন্য প্রো মডেল এবং অন-ডিভাইস কাজ করার জন্য রয়েছে ন্যানো মডেল রয়েছে। গুগল অ্যাসিস্ট্যান্ট এবং বার্ডের ভাইস প্রেসিডেন্ট সিসি সিয়াও জানান, জেমিনি দুটি ধাপে বার্ডের মধ্যে চালু করা হচ্ছে। 

বার্ডের মধ্যে জেমিনি প্রো প্রাথমিকভাবে টেক্সট ভিত্তিক প্রম্পট সাপোর্ট করবে। নতুন মডেলটি ১৭০টিরও বেশি দেশে ইংরেজিতে পাওয়া যাবে এবং ভবিষ্যতে আরো ভাষার সাপোর্ট আনা হবে।

জেমিনি আল্ট্রা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোডিং ভাষায় উচ্চমানের কোড বুঝতে ও তৈরি করতে পারবে বলে দাবি কোম্পানির।
 
বিনিয়োগবার্তা/এসএইচবি//